September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 9:17 pm

টিকটকসহ বাণিজ্য ইস্যুতে ট্রাম্প-শি ফোনালাপ

 

জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোনে সংলাপ হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বহুকাঙ্ক্ষিত এই আলোচনায় দুই বিশ্বনেতা টিকটক প্রসঙ্গের বাইরে দুদেশের মধ্যে বাণিজ্য নিয়েও আলোচনা করেছেন। খবর এএফপির।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এবং বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, দুই নেতার মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেছিলেন, তারা টিকটক ও বাণিজ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। ট্রাম্প বলেন, এ বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। চীনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো অবস্থায় রয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এ নিয়ে দ্বিতীয়বার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বললেন।

এদিকে, বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক নির্ধারণের বিষয়ে একটি সমঝোতায় আসতে বিশ্বে দুই বৃহত্তর অর্থনৈতিক শক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বছরের শুরুর দিকে দুই দেশ একে-অপরের ওপর বাণিজ্যে শুল্কের হার নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়। এর প্রভাব পড়ে বিশ্ব বাণিজ্যেও।

এনএনবাংলা/