অনলাইন ডেস্ক :
সিঙ্গাপুরে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। করোনা মহামারি শুরুর পর শুক্রবার (১ অক্টোবর) একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন দুই হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৫৬ জন করোনা রোগী ভর্তি আছে। অক্সিজেন সংকটে রয়েছেন ২২২ জন এবং ৩৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিঙ্গাপুরে গত ২৮ দিনে যে ৩১ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের ৯৮.২ শতাংশের দেহেই কোনো লক্ষণ ছিল না। বৃহস্পতিবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ করোনাভাইরাসের দুই ডোজ এবং ৮৫ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণের হারে যা বিশ্বে সর্বোচ্চ। ভাইরাসের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল হিসেবে এ বছরের আগস্টে দেশটি করোনার বিধিনিষেধ তুলে নেয়। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের রেস্তোরাঁয় খাওয়ার অনুমতি এবং পাঁচজনকে এক জায়গায় থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়ায় সরকার পুনরায় বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। কঠোর এই বিধিনিষেধের মধ্যে রয়েছে প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, অফিসে ৫০ শতাংশ কর্মচারী থাকার পরিবর্তে আবার বাড়ি থেকে কাজ করা এবং ১২ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের জন্য যেকোনো ধরনের ক্লাস স্থগিত রাখা।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম