নিজস্ব প্রতিবেদক
পাকা ছাদে সোলার প্যানেল বসিয়ে সহজেই ঘরের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু টিনের ছাদে সোলার প্যানেল বসানো কিছুটা জটিল। তবে ছাদের সে টিনকেই সোলার টিনে রূপান্তরিত করে সহজেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ।
বুধবার (২৩ এপ্রিল) বুয়েট ক্যাম্পাসে আয়োজিত রিনিউয়েবল এনার্জি ফেস্টে এমন আয়োজন নিয়ে এসেছে মুসপানা। সোলার টাইলসের মাধ্যমে ছাদের কাজও যেমন হবে, তেমনি হবে বিদ্যুৎ উৎপাদনও।
মুসপানার প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম রিফাত বলেন, এই সোলার টাইলস ঘরে ব্যবহার করা হলে আলাদাভাবে আর টিনের প্রয়োজন পড়বে না। ছাদ যেমন সুন্দর লাগবে, তেমনি বিদ্যুৎও উৎপাদন করবে। এই সোলার টাইলস যথেষ্ট সাশ্রয়ী, ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে আসবে। আর গ্রাহক যতটুকু লোডের সোলার চান, খরচটা সে অনুযায়ীই হবে।
রিনিউয়েবল এনার্জি ফেস্টের আয়োজন করেছে অ্যাকশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ। দুইদিনব্যাপী আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ২৬টি স্টল। মেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থীরা নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন ব্যবহার ও এর সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন।
মেলায় দেখা মেলে ‘ইজি গো’ স্টলেরও। ইজি গো একটি বিদ্যুৎচালিত ব্যবসায়িক পণ্য পরিবহন সেবা, যা প্রতি কিলো সেবা দিয়ে থাকবে ৯৯ টাকাতেই।
ইজি গো-এর ফাউন্ডার মো. সাজ্জাতুল ইসলাম বলেন, এটি একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব লজিস্টিক সেবা। বাংলাদেশের অন্যান্য কার্গো সেবায় যেখানে প্রতি কিলোতে খরচ পড়ে ২০০ টাকারও বেশি, সেখানে আমাদের পরিবহনটি মাত্র ৯৯ টাকায় সে সেবা দেবে। তাছাড়া এ গাড়িতে লাইভ ট্র্যাকিং এবং ওজন ট্র্যাকিং সুবিধাও রয়েছে।
তিনি আরো বলেন, এরইমধ্যে চালডাল-সহ বিভিন্ন কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। কারণ ইভি নিয়ে এখন সবাই সচেতন ও কাজ করতে চায়।
আরও পড়ুন
তিনটায় শাহবাগ ব্লকেড
কাশ্মীরে হামলায় শোক আর ক্ষোভে উত্তাল বলিউড
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক