নিজস্ব প্রতিবেদক:
সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির গুদামে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ রয়েছে। খুচরা বাজারে ৬০-৮০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবি মসলা জাতীয় এই পণ্যটি ভর্তুকি মূল্য ৩০ টাকায় বিক্রি করছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ আসবে চলতি মাসের শেষ নাগাদ। এ অবস্থায় পেঁয়াজের দাম বাড়ার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজারে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। সিন্ডিকেট করে দাম বাড়ানোর প্রমাণ মিললে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি ডিসেম্বর মাসের শেষ নাগাদ বাজারে আসবে দেশী জাতের নতুন পেঁয়াজ। পাতা পেঁয়াজ উঠেছে এক মাস আগেই। এ কারণে দামও পড়তির দিকে ছিল। কিন্তু হঠাৎ জাওয়াদের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে অস্থির পেঁয়াজের বাজার। কেজিতে ২০ টাকা দাম বেড়ে জাত ও মানভেদে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, দেশী পেঁয়াজের মজুদ শেষ হয়ে যাওয়া এবং কয়েকদিনের বৃষ্টি এবং পানি জমে খেত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দাম বেড়েছে। তবে চলতি মাসের শেষ নাগাদ নতুন মুঁড়িকাটা পেঁয়াজ বাজারে আসলে দাম কমে আসবে। কম দামে পাওয়ার আসায় টিসিবির ট্রাকসেলে ভিড় বাড়ছে স্বল্প আয়ের মানুষের। নিত্যপণ্যের বাজারে কমেছে চাল ও সয়াবিন তেলের দাম।
ব্রয়লার মুরগি, আলু ডিম, রসুন, আদা ও সবজির দাম বেড়েছে। চিনি ও মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট, মালিবাগ রেলগেট বাজার এবং গোড়ান বাজার ঘুরে দেখা যায়, বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ। তবে বাজারে নতুন উঠা পাতা পেঁয়াজের সরবরাহ থাকলেও দাম বাড়ছে পেঁয়াজের। মুড়িকাটা নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমে আসার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। কাওরান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী খন্দকার নাজমুল হাসান জনকণ্ঠকে বলেন, নতুন পেঁয়াজ বাজারে আসছে এই আসায় ভারতীয় পেঁয়াজের আমদানি কিছুটা কমিয়েছেন ব্যবসায়ীরা। আবার দেশী পেঁয়াজের মজুদও শেষের দিকে। এ অবস্থায় নিম্নচাপ জাওয়াদের কারণে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এ কারণে পেঁয়াজসহ আরও কিছু মুদিপণ্যের দাম বেড়ে গেছে। এদিকে বৃহস্পতিবার সারাদিন টিসিবির ট্রাকের সামনে দীর্ঘলাইন দেখা গেছে। শুক্রবার টিসিবির বিক্রি কার্যক্রম বন্ধ থাকলেও অনেকে এসে খোঁজ করে গেছেন। টিসিবির ট্রাকে ক্রেতারা সবচেয়ে বেশি চেয়েছেন পেঁয়াজ। কিন্তু টিসিবি থেকে একজন ভোক্তা দুই থেকে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারেন। টিসিবি সূত্র বলছে, সংস্থাটির কাছে পর্যাপ্ত পরিমাণে আমদানিকৃত পেঁয়াজ রয়েছে। আগামী কয়েক মাসের পেঁয়াজ মজুদ রয়েছে টিসিবির গুদামে। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোতে টিসিবির গুদামে এসব পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। এ কারণে বাজারে দাম বাড়লেও টিসিবি থেকে ভোক্তারা কমমূল্যে পেঁয়াজ কিনতে পারবেন। এদিকে পেঁয়াজের দাম বাড়লেও কমেছে চাল ও সয়াবিন তেলের দাম। প্রতিকেজি মোটাজাতের স্বর্ণা ও চায়না ইরি চাল ৪৪-৪৮ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এক্ষেত্রে কেজিতে প্রায় ১ টাকা দাম কমেছে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন