October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 7:03 pm

টিসোল সোসাইটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আন্তর্জাতিক সম্মেলন-২০২৫

টিসোল সোসাইটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আন্তর্জাতিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০অক্টোবর) টিসোল সোসাইটি অব বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ৫ ও ৬ ডিসেম্বর- ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং আমেরিকান সেন্টার, ইউ.এস. এম্বাসি ঢাকা-এর সহযোগিতায় আয়োজন করতে যাচ্ছে ২০২৫ এর সবচাইতে বড় আন্তর্জাতিক সম্মেলন টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫। সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ ও ৬ ডিসেম্বর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ক্যাম্পাসে, যেখানে সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল উভয় অংশগ্রহণের সুযোগ থাকবে।

এছাড়াও ৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্রাক-সম্মেলন আয়োজন (প্রি-কনফারেন্স ইভেন্ট) যেখানে ইংরেজি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দ “ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা” বিষয়ক কুইক-ফায়ার রাউন্ডে তাঁদের নতুন ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করার সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে তরুণ গবেষকদের উদ্ভাবনীক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার ও নিজেদের অবদান রাখার অনুপ্রেরণা দেওয়া হবে।

এবারের সম্মেলনের  প্রতিপাদ্য-“বিভেদ দূরীকরণ: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক রূপান্তরের যুগে মানব-কেন্দ্রিক ভাষা শিক্ষা”-মানবিক উপাদানকে কেন্দ্র করে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ভাষা শিক্ষাকে উন্নত করতে পারে তা অন্বেষণের সম্মিলিত প্রচেষ্টাকে এই সম্মেলন প্রতিফলিত করবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ এডুকেশনের অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ড. গ্যারি মোটেরাম সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবং যুক্তরাষ্ট্র থেকে অপর একজন মূল বক্তা উপস্থিত থাকবেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপালসহ দশটিরও বেশি দেশ থেকে খ্যাতনামা বিশেষজ্ঞরা প্লেনারি ও ফিচার্ড স্পিকার হিসেবে যোগ দেবেন, যা সম্মেলনটিকে একটি সত্যিকারের বৈশ্বিক একাডেমিক মিলনমেলায় পরিণত করবে বলে আশা করা যায়।

টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫-এর মূল লক্ষ্য হলো দেশি-বিদেশি ইংরেজি ভাষার শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষকদের একত্রিত করা, যেখানে আলোচনা করতে পারেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানবকেন্দ্রিক মূল্যবোধ বজায় রেখেই ভাষা শিক্ষার সঙ্গে সংযুক্ত হতে পারে । এ সম্মেলনে আলোচিত বিষয়গুলোর মাঝে উঠে আসবে কিভাবে ভাষা শিক্ষাকে সামাজিক সংহতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বৈশ্বিক বোঝাপড়া বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলা সম্ভব এবং এক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি কতটা ভূমিকা পালন করতে পারে। এই সম্মেলনে বাংলাদেশ ও বিদেশের শিক্ষক, গবেষক ও নীতিনির্ধারকগণ  ইংরেজি ভাষা শিক্ষন ও শিখনের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন।

ইতোমধ্যেই এই সম্মেলনকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশি ও আন্তর্জাতিক ইংরেজি ভাষার গবেষক ও শিক্ষকদের কাছ থেকে প্রায় ৪০০টি গবেষণাপত্র জমা পড়েছে। অংশগ্রহণকারীরা পেপার উপস্থাপনা, কর্মশালা, সিম্পোজিয়াাম এবং পোস্টার সেশনের মাধ্যমে অংশগ্রহণ করবেন এবং নির্বাচিত গবেষণাপত্রগুলি টিসোল সোসাইটি অব বাংলাদেশের জার্নালে বিশেষ সংখ্যায় প্রকাশিত হবে, যা গবেষকদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও গবেষণা প্রচারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

টিসোল সোসাইটি অব বাংলাদেশ ইতিপূর্বে সফলভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের সাথে যৌথ উদ্যোগে দুটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। উভয় সম্মেলনেই দেশি-বিদেশি শিক্ষাবিদ, শিক্ষক ও গবেষকদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। এই ধারাবাহিকতায়, এবারের সম্মেলন আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সাথে অংশীদারিত্বে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা দিয়ে শিক্ষার্থীবান্ধব যে অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে এবং এরই ফলস্বরুপ QS World University Rankings এবং Times Higher Education (THE) Rankings-এ অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে, অংশীদার হিসেবে এটি টিসোল সোসাইটি অব বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ২০২৫ এর এ আন্তর্জাতিক সম্মেলন ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি অসাধারণ ও বিশ্বমানের আয়োজন হতে যাচ্ছে।

টিসোল সোসাইটি অব বাংলাদেশ আন্তরিকভাবে দেশি-বিদেশি ইংরেজি ভাষার শিক্ষক, গবেষক ও পেশাদারদের এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে—যাতে সবাই মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবকেন্দ্রিক ভাষা শিক্ষার এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারে।

আজ সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম হলে আয়োজিত এক “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির এবং টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫-এর আহ্বায়ক, টিসোল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমান “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে  লিখিত বক্তব্য পাঠ করে সম্মেলনের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মিট দ্য প্রেস আয়োজনে আরও উপস্থিত ছিলেন ড. নাদির বিন আলী, মাননীয় রেজিস্ট্রার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ এর উপদেষ্টা অধ্যাপক ড. লিজা শারমিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের অধ্যাপক ও টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ এর উপদেষ্টা অধ্যাপক  এ এম এম হামিদুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও স্কুল শিক্ষা বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শমরেশ সাহা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের  প্রধান ও টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫-এর সহ-আহবায়ক ড. এহাতাশাম উল হক ইতেন ।