অনলাইন ডেস্ক :
হাঁটুর সার্জারির পর এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পেসার এবাদত হোসেন। পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন। এই অবস্থায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভবনা দেখেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এসিএল ইনজুরিতে পড়েন এবাদত। সেই চোটে ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। এই অবস্থায় জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তার ফেরার সম্ভাবনা কতটুকু- তা নিয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদীন।
মঙ্গলবার সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আগামী মৌসুমে তার ফেরার সম্ভাবনা আছে। যেটা আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রথম শ্রেণির টুর্নামেন্ট দিয়ে শুরু হবে। সে এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এর আগে তার ফেরার সম্ভাবনা নেই।’ পাশাপাশি অবশ্য সুখবরও দিয়েছেন মিনহাজুল। ওয়ানডে বিশ্বকাপ থেকে চোটের মাঝে রয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল দিয়েই এই পেসার মাঠে নামছেন বলে জানিয়েছেন তিনি, ‘তাসকিন এখন সুস্থ আছে। সে বিপিএল দিয়েই ফিরছে।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল