January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 7:50 pm

টি-টোয়েন্টি: ক্লিভারের ব্যাটিং ও ব্রেসওয়েলের হ্যাট্টিকে সিরিজ নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক :

ডেন ক্লিভারের ব্যাটিং ও মাইকেল ব্রেসওয়েলের হ্যাট্টিকে ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করলো সফরকারী নিউজিল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৮৮ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। আইরিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটি বড় ব্যবধানে জয়। সিরিজ জয়ের সাথে ২-০ ব্যবধানে এগিয়েও গেল কিউইরা। বেলফাস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের মারমুখী ব্যাটিংয়ে দারুন সূচনা পায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ২৬ বলে উঠা ৪৪ রানের মধ্যে অ্যালেনেরই ছিলো ৩৫ রান। ৪টি চার ও ২টি ছক্কায় ২০ বল খেলে নিজের ইনিংসটি সাজান অ্যালেন। অ্যালেনের ওপেনিং পার্টনার মার্টিন গাপটিল ছিলেন নিষ্প্রভ। টেস্ট মেজাজে ব্যাট করেছেন তিনি। ৪০ মিনিট ক্রিজে থেকে ১৭ বল খেলে মাত্র ১১ রান করেন গাপটিল। ৯ ওভারে দলীয় ৭০ রানে নিউজিল্যান্ডের দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি বাড়ান উইকেটরক্ষক ডেন ক্লিভার ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে ৩২ বলে ৫৩ রান যোগ করেন তারা। এতেই বড় স্কোরের পথ পায় নিউজিল্যান্ড। ১৬ বল খেলে ২৩ রান করে আউট হন ফিলিপস। তবে ছক্কার দিয়ে ৩৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির তুলে নেন ক্লিভার। ইনিংসের শেষ পর্যন্ত খেলে দলকে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ এনে দেন ক্লিভার। ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৫ বলে অপরাজিত ৭৮ রান করেন তিনি। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ও জশ লিটল ২টি করে উইকেট নেন। ১৮০ রানের জবাবে ভালো শুরুর ইঙ্গিতই দিয়েছিলো আয়ারল্যান্ড। ৩ ওভারে ২৩ রান পায় তারা। দলীয় ২৩ রানে প্রথম উইকেট পতনের পরই চাপে পড়ে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ড বোলারদের তোপে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় তারা। ইনিংসের ১৪তম ওভারের প্রথমবারের মত আক্রমনে আসেন নিউজিল্যান্ডের ব্রেসওয়েল। তখন আয়ারল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৯১ রান। ঐ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে উইকেট নিয়ে হ্যাট্টিক পূর্ণ করেন ব্রেসওয়েল। এতে ১৩ দশমিক ৫ ওভারে ৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। মাত্র ৫ ডেলিভারিতে ৫ রান দিয়ে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাট্টিক করে ৩ উইকেট নেন ব্রেসওয়েল। আট নম্বরে নামা মার্ক অ্যাডায়ার সর্বোচ্চ ২৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন পল স্ট্রার্লিং। নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধিও ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ক্লিভার। আগামীকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।