January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:14 pm

টি-টোয়েন্টি ফাইনাল নিয়ে ভবিষৎবাণী করলেন ওয়ার্ন

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে পারে কোন কোন দল, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ নিয়ে এবার ভবিষৎবাণী করলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির দৃঢ় বিশ্বাস, শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গে জিতে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ইংল্যান্ড। এক নম্বর গ্রুপে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইংলিশরা। তিন ম্যাচে দুটি করে জয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে ও অস্ট্রেলিয়া আছে তিনে। ম্যাচ বাকি তাদের দুটি করে। প্রথম তিন ম্যাচ জিতে দুই নম্বর গ্রুপের শীর্ষে থাকা পাকিস্তানেরও সেমি-ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত এখন পর্যন্ত খেলেছে কেবল একটি ম্যাচ। যেখানে তারা হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়ের পর টুইট করে ওয়ার্ন তুলে ধরেন, কীভাবে কোন কোন দল খেলতে পারে ফাইনাল। “আমার বিশ্বাস, যে দলগুলি প্রতিটি গ্রুপের শীর্ষে থাকবে এবং পরের ধাপে যাবে তাদের অবস্থান দেখতে এরকম হবে: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া (১ নম্বর গ্রুপ); পাকিস্তান, ভারত (২ নম্বর গ্রুপ)। সেমি-ফাইনাল হবে ইংল্যান্ড বনাম ভারত ও অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।” “তাই ফাইনাল খেলা হবে ভারত বনাম পাকিস্তান অথবা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।”