অনলাইন ডেস্ক :
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। কনুইয়ের ইনজুরির কারণে দলের অন্যতম সেটা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনকে বিশ্বকাপে পাচ্ছে না প্রোটিয়ারা। গত মাসে ইংল্যান্ড সফরে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন ডুসেন। ডুসেনের অনুপস্থিতিতে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন কোলপাক চুক্তি থেকে ফেরা বাঁহাতি ব্যাটার রাইলি রুশো। দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে টেম্বা বাভুমাকে। আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
একনজরে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি ও ত্রিস্টান স্টাবস।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি