January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 7:41 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী দল পাবে ১৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার সংস্থাটির ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা পাবে। সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা করে পাবে। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবে। সংখ্যাটা ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকা। বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে। আর যে দলগুলো মূল পর্ব থেকে বাদ পরবে তারা ৭০ হাজার ডলার বা ৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা। প্রথম রাউন্ড বা বাছাই পর্ব থেকে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।