অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ সময় ৮টায় ম্যাচটি শুরু হয়েছে।
টসে জেতার পর মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাট করার জন্য উইকেট ভালো মনে হচ্ছে। তবে আমরা তাড়া করতে চাই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। একাদশে আমরা তিনজন অলরাউন্ডার রেখেছি।’
সৌম্য সরকারের সঙ্গে লিটন দাস বাংলাদেশের হয়ে ওপেন করবেন। এছাড়া মোস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন এবং তাঁকে সহযোগিতা করবেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।
স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান এবং তিনি সঙ্গী হিসেবে পাবেন মেহেদী হাসানকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সি, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ ও ব্র্যাডলি হুইল।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল