January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 1:45 pm

টি-২০ বিশ্বকাপ: থাকছেন রুবেল, ফিরছেন আমিনুল

ফাইল ছবি

টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে থাকবেন রুবেল হোসেন। সেই সাথে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকা অন্য ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরে আসছেন।

অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দুজনেরই থাকার কথা থাকলেও শনিবার বিসিবির নির্বাচক কমিটি জানায়, দলে সঙ্গে আমিনুল নয়, শুধু রুবেল হোসেন থাকবেন।

নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘রুবেল অতিরিক্ত হিসেবে দলের সঙ্গে থাকছেন। ওমানে আমাদের পেস বোলারদের মধ্যে কিছুটা ইনজুরি সমস্যা আছে। তাই, রুবেলকে দলে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

নিয়ম অনুযায়ী রুবেল দলের সঙ্গে থেকে অনুশীলন করতে পারবেন। তবে বিশ্বকাপের ম্যাচগুলোতে দলের সঙ্গে ড্রেসিংরুমে আসতে পারবেন না। ১৫ জনের বিশ্বকাপ দলের খরচ বহন করবে আইসিসি, তবে রুবেলের থাকা-খাওয়ার খরচ দিতে হবে বিসিবিকেই।

১৭ অক্টোবর ওমানে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম দিনেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এর আগে আবুধাবিতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ অক্টোবর ওমানে ফিরবে টাইগাররা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি, রুবেল হোসেন।

–ইউএনবি