টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রবিবার শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে নামিবিয়া। দলটির দেয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে শ্রীলঙ্কা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক দানুস শানাকা। নামিবিয়ার পক্ষে বার্নার্ড স্কোল্টজ, বেন শিকোঙ্গো জ্যান ফ্রাইলিংক ও ডেভিড ভিসা দুটি করে উইকেন নেন।
এর আগে টস হেরে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। দলের হয়ে জ্যান ফ্রাইলিংক সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া জে.জে. স্মিত ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন।
লঙ্কানদের হয়ে প্রমোদ মদুশান ৩৭ রানে দুই উইকেট শিকার করেছেন।
এদিকে গ্রুপ পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগের এমপি শম্ভুর জমি ক্রোক, ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে অস্ট্রেলিয়া: আমীর খসরু
এস আলম গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ: ১০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ