December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 28th, 2022, 7:22 pm

টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত

এপি, যুক্তরাষ্ট্র :

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এরপরেই মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও এর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করেন। মাস্কের টুইটার কিনে নেয়ার চুক্তির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি বিষয়টি বৃহস্পতিবার রাতে জানান।

তবে তারা চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির সমস্ত কাগজপত্র স্বাক্ষরিত বা চুক্তিটি বন্ধ হয়েছে কি না তা বলেননি। কিন্তু তারা বলেছেন যে ইলন মাস্ক মাধ্যমটির দায়িত্বে আছেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও প্রধান আইনি পরামর্শদাতা বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেছেন। চুক্তিটির সংবেদনশীলতার জন্য কেউই পরিচয় জানায়নি।

কয়েক ঘন্টা পরে মাস্ক টুইট করেন, ‘পাখিটিকে মুক্ত করা হয়েছে।’