অনলাইন ডেস্ক :
টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার এই খবর জানান তিনি। দায়িত্ব নিয়েই টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির অনেকেই চাকরি ছাড়ছেন। ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরই টুইটার ব্যবহারকারীদের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি টুইটার ছাড়ার ঘোষণা দিয়েছেন অনেক হলিউড সেলেব্রিটিও। গ্র্যামি জয়ী গায়িকা-গীতিকার সারা বারেইলেস টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, ‘দারুণ সময় কেটেছে টুইটার। আমি বের হয়ে যাচ্ছি। অন্য প্ল্যাটফর্মে দেখা হবে। দুঃখিত, এটি এখন আর আমার জন্য নয়।’ প্রযোজক শোনডা রাইমসও টুইটার ছেড়েছেন। তার ফলোয়ার ছিল ১.৯ মিলিয়ন। শনিবার তিনি জানান, ‘ইলন মাস্কের পরিকল্পনায় চলবে এমন কিছুতে থাকতে চাই না, বিদায়।’ এক্সিকিউটিভ প্রডিউসার কেন ওলিং লিখেছেন, ‘আমি বের হয়ে যাচ্ছি। কোনো বিচারে যেতে চাই না। শুধু গণতন্ত্রকে বাঁচাতে চাই। বিশ্বকে বাঁচাতে চাই।’ অভিনেতা জস গ্যাড লিখেছেন, ‘এই প্ল্যাটফর্মে থাকবো নাকি থাকবো না বুঝতে পারছি না।’ ‘বিল অ্যান্ড টেড’ তারকা অ্যালেক্স উইন্টারও একইভাবে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’