অনলাইন ডেস্ক :
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে একটি মিম টুইটারে শেয়ার করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গত বুধবার রাতে তিনি এটি শেয়ার করেন। যদিও গত বৃহস্পতিবার এ টুইট সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার বলছে, এ মিম টুইট করার পর হাজারো নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। এরপর তিনি টুইটটি মুছে দেন। কানাডায় বেশ অনেকদিন ধরেই করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের আন্দোলন চলছে। এ আন্দোলনকারীদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান বন্ধে ট্রুডোর পরিকল্পনা সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে টেসলার প্রধান নির্বাহী এ মিম টুইট করেন। এ টুইটে ছিল হিটলারে ছবি। যেখানে লেখা ছিলÑআমাকে ট্রুডোর সঙ্গে তুলনা করা বন্ধ করুন, আমার একটা বাজেট ছিল। তবে এ বিষয়ে মাস্ক কোনো মন্তব্য করেননি। এদিকে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিটি মাস্কের এ টুইটের জন্য ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। এ টুইটের জন্য টেসলার প্রধান নির্বাহীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। যদিও এবারই মাস্ক কানাডার আন্দোলনকারীদের প্রথম সমর্থন করেছেন তা নয়। এর আগেও তাকে এ বিষয়ে টুইট করতে দেখা গেছে। টুইটারে ব্যাপক জনপ্রিয় টেসলার এ প্রধান নির্বাহী। তার রয়েছে ৭৪ মিলিয়ন অনুসারী। একে টেসলার অন্যতম বিপণন মাধ্যম হিসেবে দেখা হয়।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের