অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নে পাকিস্তানকে তারা হারিয়েছে ৫ উইকেটে। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন স্যাম কারেন। শুধু তা-ই নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে এই ইংলিশ অলরাউন্ডারের হাতে। বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের ব্যাটিং একাই গুঁড়িয়ে দিয়েছেন স্যাম কারেন। ৪ ওভার বল করে বাঁহাতি মিডিয়াম পেসে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। রান তাড়ায় নেমে বেন স্টোকসের অপরাজিত ফিফটিতে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে স্যাম কারেনের উইকেট সংখ্যা ১৩টি। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে কারেনের ম্যাচ ইমপ্যাক্টও ছিল দারুণ। তাই বেশ কয়েকজন দাবিদার থাকা সত্ত্বেও টুর্নামেন্ট সেরা হিসেবে স্যাম কারেনকেই নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত