অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিপাতে হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ শিশু মাটি চাপা পড়ে। স্থানীয়রা তাদের মাটি খুড়ে বের করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আর কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা দেখতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন।

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের