কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর বয়স ৭-৮ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি।
তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা পরিবহন নামে একটি বাস টেকনাফ শহরের দিকে যাচ্ছিল। এ সময় দুই শিশু সড়ক পার হাওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ওসি বলেন, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা