কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কে মো. শফির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের আব্দুস সাত্তারের ছেলে ইমারত উল্লাহ (৩৮), উখিয়ার হলদিয়া পালং রুমখাঁ মাতবর পাড়ার গুরা মিয়ার ছেলে আক্তার কামাল (১৮) এবং পিনজির কুল এলাকার রিদুয়ান (১৮)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল করিম জানান, ইমারত উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আক্তার কামাল ও রিদুয়ানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম রেফার করলে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ
লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল