কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের আচারবুনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এসব ইয়াবা জব্দ করে।
শুক্রবার (৬ অক্টোবর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা দুটি থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।
বিজিবি পরে অভিযান চালিয়েও মাদককারবারীদের কাউকে আটক করতে পারেনি।
—-ইউএনবি

                
আরও পড়ুন
নতুন ১০৮ আইন কর্মকর্তা নিয়োগ: ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ
বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মানহানিকর’ বক্তব্য, পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন