কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের আচারবুনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এসব ইয়াবা জব্দ করে।
শুক্রবার (৬ অক্টোবর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা দুটি থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।
বিজিবি পরে অভিযান চালিয়েও মাদককারবারীদের কাউকে আটক করতে পারেনি।
—-ইউএনবি
আরও পড়ুন
সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ
যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে
গুলির নির্দেশ ‘শেখ হাসিনাই দিয়েছিলেন’, অডিও যাচাই করে বলছে বিবিসি