January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 15th, 2025, 4:29 pm

টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রায় দেড় কোটি টাকা ঋণ দেবে জার্মানি

নিজস্ব প্রতিবেদক:

টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রায় দেড় কোটি ইউরো ঋণ দেবে জার্মানি। আজ বুধবার ১ কোটি ৪৪ লাখ ইউরো দেওয়ার চুক্তি হয়েছে। বর্তমান বাজারে টাকার অঙ্কে এর পরিমাণ ১৮০ কোটি টাকা।

আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি হয়। এতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জিআইজেডের এ দেশের প্রধান আন্দ্রেস কুক। শেরে বাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনটি প্রকল্পে এই অর্থ দেওয়া হবে। বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পে ৭৩ লাখ ইউরো; সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে ৩০ লাখ ইউরো ও ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে সাড়ে ৪১ লাখ ইউরো দেবে জার্মানি। এসব প্রকল্পের মাধ্যমে বস্ত্র খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মানের সঙ্গে তাল মেলাতে দেশের বস্ত্র খাত এবং তৈরি পোশাক খাতের উন্নয়ন করা হবে। সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে নীতিনির্ধারক, ব্যবসাপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠানের সহযোগিতায় টেকসই ই-মবিলিটি তৈরি করা হবে।