January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 25th, 2022, 7:50 pm

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছল বয়সী এক বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ জন শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, দুজনের একজন শিক্ষক।

নিহতদের মধ্যে হামলাকারী অন্তর্ভুক্ত কি না বা কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সন্দেহভাজন ১৮ বছর বয়সী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে প্রায় এক দশক আগে কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারিতে একজন বন্দুকধারীর হামলায় ২০ শিশু এবং ছয়জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিল।

এছাড়া এই হামলার মাত্র ১০ দিন আগে দেশটির নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়।

স্কুল জেলা সুপারিনটেনডেন্ট হ্যাল হ্যারেল বলেছেন, ‘আমার হৃদয় আজ ভেঙ্গে গেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্কুলের সমস্ত কার্যক্রম বাতিল করা হয়েছে। আমরা একটি ছোট সম্প্রদায় এবং এটি অতিক্রম করার জন্য আপনার প্রার্থনার প্রয়োজন।’

আহতদের মধ্যে অনেককে উভালদে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে স্টাফ সদস্যরা এবং বিধ্বস্ত নিহতদের আত্মীয়দের কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার সময় কাঁদতে দেখা যায়।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন হামলার কয়েক ঘণ্টা পরে জাতির উদ্দেশে ভাষণে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নতুন বন্দুক বিধিনিষেধের আহ্বান জানিয়েছেন।