January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 23rd, 2022, 8:06 pm

টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক :

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪ দিনেই ম্যাচ শেষ হয়ে গেছে। আগামীকাল থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচটি জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ম্যাচ জিতে সিরিজ হার এড়াতে চাইবে টাইগাররা। প্রথম টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে টপ অর্ডার ব্যাটাররা। ফলে সেন্ট লুসিয়ায় একাদশে পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় টেস্ট দলে ফেরার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ের। দলে আরও একটি পরিবর্তন হতে পারে। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলাম খেলবেন। এমন সম্ভাবনা রয়েছে। টানা ব্যাটিং ব্যর্থতার পর আরও একটি সুযোগ পাচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। একাদশের বাকি জায়গাগুলো অপরিবর্তনীয় থাকবে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত/এনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।