January 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 7:59 pm

টেস্টে ফেরার ইঙ্গিত দিলেন মইন আলী

অনলাইন ডেস্ক :

ক্লান্তি অনুভব করায় গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী। কিন্তু এখনো সাদা পোশাকে মাঠে নামার ইচ্ছে পোষণ করেন। সম্প্রতি নতুন অধিনায়ক এবং কোচিং স্টাফ নিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করেছে ইংল্যান্ডের টেস্ট দল। টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামও বলেছেন, মইনকে তিনি ফেরাতে চান। মইনও জানালেন এমন ইচ্ছার কথা। ইংল্যান্ড ক্রিকেটে মূল্যবান অবদানের জন্য ‘অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার’ পুরস্কার গ্রহণের পর তিনি বলেছেন, ‘‘বাজ (ম্যাককালাম) আমাকে জিজ্ঞেস করেছিল আমি ফিরতে ‘প্রস্তুত’ কি না? আমি তার সঙ্গে আইপিএলে খেলেছি এবং তার কাজের ধরন আমি বেশ উপভোগ করি। আমরা কথা বলেছি। সে জিজ্ঞেস করেছিল, ভবিষ্যতের কোনো সফরে দল চাইলে আমাকে পাওয়া যাবে কি না? আমি বলেছি, সেই সময় আমাকে জানাতে। তখন দেখা যাবে। ’’ গত অ্যাশেজ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভরাডুবির পর ইংল্যান্ড ক্রিকেটে শুরু হয় পরিবর্তনের হাওয়া। পদত্যাগ করেন অধিনায়ক জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বে বৃহস্পতিবার (২রা জুন) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। মইন আরো বলেন, ‘টেস্টে ফেরার দরজা এখনো খোলা। কিন্তু আমি জ্যাক লিচকে অসম্মান করতে চাই না। তার কাজটা কঠিন, বিশেষ করে ইংল্যান্ডেৃতার ওপর কোনো চাপ দিতে চাই না, সে দারুণ একজন বোলার। ’