সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আহ্বানে সাদা পোশাকের ক্রিকেটে ফের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।
শনিবার (১ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শুধু আসন্ন আয়ারল্যান্ড সিরিজই নয়, বরং ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরো সময়ের জন্যই শান্তকে টেস্ট দলের স্থায়ী অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
শান্তর সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়ক হিসেবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম আলোচনায় এলেও, বোর্ডের প্রথম পছন্দ ছিলেন শান্তই। শেষ পর্যন্ত বোর্ড তাকে পুনরায় নেতৃত্বে রাজি করাতে সক্ষম হয়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “শান্ত টেস্ট ক্রিকেটে গভীর বোঝাপড়া, স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে। তার নেতৃত্বে দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে দল আরও শক্তিশালী হবে।”
পুনরায় দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শান্তও। তিনি বলেন, “বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য বিশাল সম্মানের বিষয়। বিসিবি যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এর আগে শান্তর নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ১৪টি টেস্ট, যেখানে ৪টিতে জয়, ৯টিতে পরাজয় এবং ১টি ম্যাচ ড্র হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
বদলে যাওয়া সুনেরাহ
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
ঘরের মাঠে হোয়াইটওয়াশে লিটনের ক্যাচ মিসের আক্ষেপ, দায় দিলেন শিশিরকেও