January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 7:52 pm

টেস্ট সংস্কৃতি না গড়লে উন্নতির সম্ভাবনা দেখেন না সাকিব

অনলাইন ডেস্ক :

উইন্ডিজে দুই টেস্টেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা। এই হারে টেস্টে ১০০ হারেরও দেখা পেয়েছে দল। এমন বাজে হারের পরও ক্রিকেটারদের কোন দোষ দেখছেন না অধিনায়ক সাকিব আল হাসান। পাল্টা প্রশ্ন করেছেন, বাংলাদেশের কতজন দর্শক টেস্ট দেখেন? ম্যাচ শেষে পুরস্কার বিতরনী আয়োজনে কথা বলতে এসে বাংলাদেশ অধিনায়ক জানান, ‘এখানে খেলোয়াড়দের খুব বেশি দোষ দেওয়া ঠিক হবে না। আমাদের দেশের সিস্টেমটাই এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’
দুই দশক পেরিয়েও দেশে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার আক্ষেপ সাকিবের। ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে (টেস্ট) এরকম দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনও, এখনও নেই।’ এখন নেই দেখে যে কখনও হবে না তা বলছেন না সাকিব, ‘টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবেও না, সেটাও কিন্তু নয়। এই জিনিসটা পরিবর্তন করাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না।’