বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণে মাছ ধরার সময় একটি ট্রলারসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি বলেন, ‘টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায়।’
এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় ফেরত আনা হলেও এখনও প্রায় ১০০ জেলে তাদের হাতে জিম্মি রয়েছেন।
এসব অপহরণের ঘটনার ফলে জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার ভয় ও অনিশ্চয়তা আরও বেড়ে গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আফগান তালেবান সরকারকে ‘নির্মূলের’ হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি, হাসপাতালে ৯৬৪ জন
ভূমিদস্যুদের দখলে পানি উন্নয়ন বোর্ডের জমি, বুড়ি তিস্তায় সেচ ও রিজার্ভার উন্নয়ন প্রকল্প বন্ধ