November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 4:30 pm

ট্রাইব্যুনালে নুসরাত ফারিয়া

 

অভিনয়, গ্ল্যামার, উপস্থাপনা গান কিংবা আইটেম গানে নাচ– নুসরাত ফারিয়া দুই বাংলার পরিচিত মুখ। বিরতির পর আবার সিনেমায় ফিরছেন এই জনপ্রিয় তারকা।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’ নামের সিনেমা। এটি পরিচালনা করছেন রায়হান খান। নারী ও শিশু নির্যাতন, ২০০১ আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার এই ছবির গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ফারিয়া এতে অভিনয় করছেন এক তরুণ ব্যারিস্টারের ভূমিকায়, যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়বেন অন্যায়ের বিরুদ্ধে।

ট্রাইব্যুনাল সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন প্রথম গল্পটি পড়ি, তখনই বুঝেছিলাম এটি আমার করা প্রয়োজন। চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ। আমি চাই দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।’

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘আমি সবসময় এমন কাজ করতে চাই, যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। ট্রাইব্যুনাল সেই ধরনেরই একটি গল্প।’

চট্টগ্রামে শুরু হওয়া ট্রাইব্যুনাল সিনেমার শুটিং চলবে আরও কয়েক সপ্তাহ। এরপর দৃশ্য ধারণ হবে ঢাকায় ও এফডিসিতে। চরচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাবেরি আলম। জানা গেছে, আগামী ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।

এনএনবাংলা/