জেলা প্রতিনিধি:
ভারতের অভ্যন্তরে স্থলবন্দরের প্রধান সড়কে ট্রাক বিকলের কারণে একদিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল পৌনে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। এর আগে ট্রাক বিকলের কারণে গত বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানবলেন, গত বুধবার সকাল সাড়ে ১১টায় আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক দেশে প্রবেশের সময় সীমান্তের শূন্যরেখার ভারত অংশে বিকল হয়ে যায়। বন্দরের একমাত্র সড়কে ট্রাক বিকল হয়ে যাওয়ায় ওই সময় থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। মিস্ত্রি এসে বিকল ট্রাকটি মেরামতের চেষ্টা চালালেও সারাদিনেও সেটি মেরামত করতে পারেনি। এর ফলে গত বুধবার সারাদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে বিকাল সাড়ে ৩টার দিকে বিকল্প উপায়ে শুধুমাত্র পেঁয়াজবোঝাই কয়েকটি ট্রাক দেশে পৌঁছেছে। রাতের মধ্যে বিকল ট্রাকটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল পৌনে ১০টা থেকে বন্দর দিয়ে ট্রাক আসা-যাওয়া শুরু হয়।
আরও পড়ুন
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা