চট্টগ্রামে ট্রাক ও মোটসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড মোটেল সৈকত এলাকায় সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দ্বীপ দাসের (২১) বাড়ি কক্সবাজার। মীরসরাই ডিগ্রি কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাতে এক আত্মীয়ের বিয়ে খেয়ে চকবাজারের বাসার দিকে যাচ্ছিলেন জয়দ্বীপ দাস। পথে রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকত সংলগ্ন এলাকার মোটরসাইকেলটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ হলে জয়দীপ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
—ইউএনবি
আরও পড়ুন
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত