November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 5:54 pm

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা

 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের কারণে দেশ এখন ‘অন্ধকারের মধ্যে’ রয়েছে। ওবামা ট্রাম্প প্রশাসনকে ‘আইন-শৃঙ্খলা ও বিবেচনার অভাবের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবরটি প্রকাশ করেছে সামা টিভি।

শনিবার (০১ নভেম্বর) ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র‌্যালিতে যোগ দেন। সেখানে নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত জনতার সামনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ওবামা বলেন, সত্যি বলতে, আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে। হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন-শৃঙ্খলা হীনতা, বিবেচনার অভাব, কু-চিন্তাশীলতা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে।

তিনি ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি এবং আমেরিকার শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলকেও বিশেষভাবে সমালোচনা করেছেন। ওবামা এসব পদক্ষেপকে ‘ভুলধারা’ এবং ‘বিশৃঙ্খল’ হিসেবে উল্লেখ করেন।

ওবামা বলেন, তাদের ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতে হয়েছে, এমনকি যখন তারা জানতেন তিনি সীমার বাইরে যাচ্ছেন।

সাবেক প্রেসিডেন্ট হোয়াইট হাউসকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে বলেন, এখানে যেন প্রতিদিনই হ্যালোইন—কিন্তু সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।

ট্রাম্পকে বিদ্রুপ করে তিনি বলেন, “সত্যি বলতে, তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিয়েছেন—যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না হয় এবং ৩ কোটি ডলারের বলরুম তৈরি করা।

সমাপনী বক্তব্যে ওবামা ভোটারদের আহ্বান জানিয়েছেন ‘সত্য, সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর জন্য’। তিনি আরও উল্লেখ করেছেন, গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না। এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ সতর্ক থাকে না। আমাদের সবার দায়িত্ব হলো প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা।

এনএনবাংলা/