January 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 2nd, 2025, 9:13 pm

ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত

অনলাইন ডেস্ক:

লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক নিহত ও সাতজন আহত হয়েছেন। এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কি না সেটি তদন্ত করছে এফবিআই।

হোটেলের ভেতর ও বাইরে থেকে ধারণ করা ভিডিও থেকে দেখা গেছে, দাঁড়িয়ে থাকা গাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এরপর এটির ভেতর থেকে অগ্নিশিখা বেরুতে থাকে।

এর আগে নিউ ওরলিন্সে গাড়িচাপা দিয়ে ১৫ জনকে হত্যা করেন সাবেক এক মার্কিন সেনা। এর কয়েক ঘণ্টা পরই লাস ভেগাসে ট্রাম্প আন্তর্জাতিক হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত হয়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ এই হোটেলটি। তিনি আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্পের হোটেলের সামনে, আবার তার সহযোগী ইলন মাস্কের টেসলার গাড়িতে বিস্ফোরণ— এ দুটি বিষয় অনেক প্রশ্ন তৈরি করেছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তা কেভিন ম্যাকমাহিল বলেছেন, তারা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন।

এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, গাড়ির প্রযুক্তিগত কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি। হয় কোনো আতশবাজি অথবা বোমায় এটি বিস্ফোরিত হয়েছে। এখন খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, টেসলার এই গাড়ির সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা আছে কি না।