October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 5:27 pm

ট্রাম্প ধরে আছেন ফোন, নেতানিয়াহুর কাতারের কাছে ক্ষমা প্রার্থনার ‘নাটক’

 

চলতি মাসের শুরুর দিকে দোহায় বোমা হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। গত ২৯ সেপ্টেম্বর তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে এ ক্ষমা চান।

পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় ট্রাম্পের উপস্থিতিতেই নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত সাদাকালো একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ফোন ধরে আছেন এবং নেতানিয়াহু স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছেন।

হোয়াইট হাউসের ফোনালাপের বিবরণে জানানো হয়, নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীর কাছে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে তিনি স্বীকার করেছেন যে শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

হোয়াইট হাউসের ফোনালাপের রিডআউটে আরও বলা হয়, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে ইসরায়েল এ ধরনের আক্রমণ আর চালাবে না। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেতানিয়াহু ও কাতারের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক যোগাযোগ ও সম্পর্ক জোরদার করতে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থায় সম্মত হয়েছেন।

এনএনবাংলা/