October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 2:52 pm

ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের

জাতিসংঘ সদর দফতরে এসকেলেটর বিকল হওয়ার ঘটনায় তদন্তের দাবি তুলেছে হোয়াইট হাউস। এ নিয়ে যদি কোনো কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তাদের বরখাস্ত করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সে সময় তারা ওঠার জন্য এসকেলেটর ব্যবহার করলে হঠাৎ সেটি মাঝপথে থেমে যায়। পরে বাকি পথ হেঁটে উঠতে হয় তাদের।

ঘটনার পর হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, “যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকে, তবে অবিলম্বে তাদের বরখাস্ত করে তদন্ত চালাতে হবে।”

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী নাকি মজা করে বলেছিলেন—ট্রাম্পের আগমনে তারা এসকেলেটর ও লিফট বন্ধ রাখবেন এবং এ জন্য বাজেট সংকটের অজুহাত দেখাবেন।

ঘটনার পর সাধারণ পরিষদে ভাষণে ট্রাম্পও মজার ছলে বলেন, “জাতিসংঘ থেকে আমি যা পেলাম তা হলো একটি এসকেলেটর, যা মাঝপথে এসে থেমে গেল।

 

 

এনএনবাংলা/