October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 18th, 2023, 8:33 pm

ট্রায়াল দিয়ে ফিরে গেলেন মেয়ে বক্সার

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার জিনাত ফেরদৌস। আগামী এশিয়ান গেমসে খেলার জন্য ঢাকায় এসে এই নারী বক্সার ট্রায়াল দিয়েছেন। বক্সিং ফেডারেশনের কর্তারা তার পারফরম্যান্সে খুশি। তবে সমস্যা হলো জিনাতের পাসপোর্ট নেই। পাসপোর্টের আবেদন করে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন জিনাত ফেরদৌস। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে যুক্তরাষ্ট্রপ্রবাসী ২৩ বছর বয়সী জিনাত ফেরদৌসকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বক্সিং ফেডারেশন। এরইমধ্যে তার গেমসের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়াও শেষ করা হয়েছে। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন জানিয়েছেন, জিনাতের বাংলাদেশি পাসপোর্ট নেই। আবেদন করেছেন। যদি পান তাহলে এশিয়ান গেমসে যাবেন।

জিনাত ফেরদৌসের বাবা বেলায়েত হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। মা শাহানাজ ফেরদৌসের বাড়ি পাবনায়। আশির দশকে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউইয়র্ক শহরে জন্ম জিনাত ফেরদৌসের। নিউ ইয়র্কে বক্সিং খেলেন। খুব বেশি দিনও হয়নি। মাত্র ১৮ মাস। এরইমধ্যে তার বক্সিংয়ের জোর বেড়ে গেছে। বাংলাদেশের যেসব নারী বক্সিং করেন, তাদের তুলনায় মার্কিন মুল্লুক থেকে আসা বক্সারের শক্তি বেশিই হওয়ার কথা। হয়েছেও। জিনাত কেমন খেলেন, তা দেখার জন্য জাতীয় চ্যাম্পিয়ন তানজিলাকে রিংয়ে তুলে দেওয়া হয়েছিল। মাত্র দেড় মিনিটেই তানিজালাকে কুপোকাত করে দিয়েছেন জিনাত। নিজম্ব কোচ তিন দিন ট্রায়াল দিয়েছেন। তিন দিন দু-তিন ঘণ্টা করে অনুশীলন করেছেন। জিনাত তার কোচ কলিনকে সঙ্গে এনেছিলেন। অনুশীলন দেখেছেন বক্সিং ফেডারেশনের কর্মকর্তারা। তাতে সাধারণ সম্পাদক তুহিনের মনে হলো, ‘বাংলাদেশের বক্সারদের চেয়ে ৬০-৭০ গুণ বেশি এগিয়ে জিনাত। সে যদি এশিয়ান গেমসে খেলতে না-ও পারে, আমরা তাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য জায়গায় খেলাতে পারব।’