January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 7:33 pm

ট্রেইলারেই বাজিমাত করল ‘লাইগার’

অনলাইন ডেস্ক :

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাইগার’। ট্রেইলার প্রকাশের পর বাজিমাত করল এটি। বৃহস্পতিবার (২১ জুলাই) বিজয় দেবরকোন্ডা অভিনীত সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। অ্যাকশন-রোমান্স সবকিছুর ঝলকই পাওয়া গেছে এতে। একজন চা-ওয়ালার মিক্সড মার্শাল আর্ট শিরোপায় ভারতের প্রতিনিধি হয়ে ওঠা ও শিরোপা জেতার চেষ্টার গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। প্রকাশিত ট্রেইলারে সেই ঝলকই দেখানো হয়েছে। ট্রেইলারে দেখা যায় বিজয় দেবরকোন্ডার আবেগ, উত্থান-পতনের একটি জার্নি। প্রেমিকার প্রতারণা, স্পষ্টভাবে কথা বলতে না পারা, হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলাসহ নানা রকম প্রতিকূলতা পারি দিতে হয় তাকে। প্রকাশের পর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেইলার। বিজয় ছাড়াও এতে আছেন অনন্যা পান্ডে। এছাড়াও বিজয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রামায়া কৃষ্ণান। অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। সিনেমাটি মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা।