ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস এলাকায় শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেনের নিচে পড়েও প্রানে বেঁচে গেলেন এক গৃহবধূ।
এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কিশোরী লিজা আক্তার (১৯) জেলার আখাউড়া উপজেলার বাইপাস এলাকার জুনায়েদ গাজীর স্ত্রী।
ভিডিওটি ধারণকারী প্রত্যক্ষদর্শী মো. আমজাদ ভূঁইয়া জানান, লিজা ও তার স্বামীসহ তিন জন তিতাস ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলেন এবং নিজেদের ছবি তুলছিলেন, এমন সময় একটি ট্রেন আসে।
লিজার স্বামী ও অন্য এক নারী সরে আসতে পারলেও লিজা হোঁচট খেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ট্রেনটি নিচে পড়ে যান। এই সময় উপস্থিতি বুদ্ধি দিয়ে লিজা রেললাইন মাঝামাঝি শুয়ে পড়েন- যদিও এটাও খুব ঝুঁকিপূর্ণ ছিল।
আমজাদ জানান, ট্রেনটি লিজার ওপর দিয়ে চলে যায়, এতে তিনি সামান্য আহত হয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি তারা অবগত আছেন।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও