খুলনায় পাথর নিক্ষেপ করে ট্রেনের চালককে আহত করার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আটক দুজন হলো- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মো.শামীমুল হোসেন সিয়াম (১৪) ও গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামের সাজ্জাত শেখ (১৩)। তারা দুজন যোগীপোল আদর্শ নুরানীয়া হাজেজিয়া মাদরাসার হেফজ শাখার ছাত্র।
খুলনা জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস (বেনাপোল কমিউটার) সকাল পৌনে সাতটার দিকে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সোয়া সাতটার দিকে ট্রেনটি খানজাহান আলী থানাধীন যোগীপোল মাদরাসার সামনে পৌঁছালে ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হয়।
এ সময় ট্রেন থামিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনস্থল থেকে মাদরাসা ছাত্র সিয়াম ও সাজ্জাদকে আটক করে।
—ইউএনবি

আরও পড়ুন
গাবতলী ও শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানী জব্দ, আটক ১
হোসেনপুরে অধিকাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক: ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম