ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা এবং ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ এ রিট আবেদন দায়ের করেন। বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
আরিফুর রহমান মুরাদ জানান, জনস্বার্থে মোট ১৩টি বিষয়ে রুল ও নির্দেশনা জারির আবেদন করা হয়েছে। যাত্রীসেবার মান বাড়ানো ও অনিয়ম দূর করার লক্ষ্যে এসব প্রস্তাব রাখা হয়।
চাওয়া নির্দেশনাগুলো হলো—
১. ট্রেনে ১০০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট চালু করা।
২. শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া নির্ধারণ।
৩. রেলস্টেশনের ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ না কাটা।
৪. যাত্রীসুবিধার জন্য পর্যাপ্তসংখ্যক বগি সংযোজন।
৫. শিডিউল মেনে সময়মতো ট্রেন পরিচালনা।
৬. স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন।
৭. দুর্নীতি রোধে আন্তঃনগর ট্রেনে টিটিইর পরিবর্তে বগির অ্যাটেনডেন্টকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া ও ৭ শতাংশ কমিশন প্রদান।
৮. সিট বুকিংয়ের ক্ষেত্রে নরসিংদীসহ সব কমিউটার ট্রেনে অনলাইন/অফলাইনে ব্যবস্থা চালু করা।
৯. মেট্রোরেলে শুধু মাগরিব নামাজের জন্য নামাজের স্থান নির্ধারণ।
১০. মেট্রোরেলের পাবলিক টয়লেটের ইজারা বাতিল।
১১. কমলাপুর স্টেশনে জয়দেবপুর কাউন্টারে নরসিংদীর টিকিট বিক্রির ব্যবস্থা।
১২. তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে পর্যাপ্ত পানি ও পাত্র সরবরাহ নিশ্চিত করা।
১৩. দুর্ঘটনা রোধে স্টেশন প্ল্যাটফর্মে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করে বাইরে স্থানান্তর করা।
এনএনবাংলা/
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের দ্রুত গ্রেপ্তার চান নাহিদ
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি