January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 2:32 am

টয়লেট নিয়ে রিসোর্ট ম্যানেজারের সঙ্গে জটিলতা

নিজস্ব প্রতিবেদক:

একটি মনোরম রিসোর্ট। বাবাকে নিয়ে বেড়াতে আসে এক তরুণী। যেখানে টয়লেটের দরজায় লেখা ‘হি’ ও ‘শি’! এই নিয়ে রিসোর্ট ম্যানেজারের সঙ্গে মেয়েটির বিপত্তি বেধে যায়। এমন মজার ও জটিল গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘হিশি’। রোববার সন্ধ্যা ৭টায় ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হচ্ছে নাটকটি। রিসোর্টের ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খান ও সামিরা খান মাহিকে। নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং কে এম সোহাগ রানা। রাজ বলেন, “রিসোর্টে বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানান অভিজ্ঞতা হয়। এগুলোর কোনোটা হাসির, কোনোটা আনন্দের, আবার কিছু ঘটনা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে ‘হিশি’। দর্শকদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।” ‘হিশি’ নাটকে রয়েছে নতুন একটি গান। ‘আমি তো বুঝিনি কখন’ শিরোনামের এই গানটি গেয়েছেন তাসনিম আনিকা। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। সিনেমাওয়ালা মিউজিকে এটি প্রকাশ হয়েছে সম্প্রতি। সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে ‘হিশি’। এতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা, ফারিহা। এর চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনায় রাশেদ রাব্বী।