ঠাকুরগাঁও প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে নারী ও শিশু বান্ধব নানা বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে বুধবার দুপুরে ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতালের সেমিনার রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ শামীম হোসেন। এসময় আরো বক্তব্য দেন বিজিবি ও কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ এহসান ইসলাম এহসান, সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, জেলা নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক এ্যাড. মৌসুমি রহমান, সদস্য খোদা বকশ ডাবলু, চ্যানেল ২৪ ও ঠাকুরগাঁও বেতার প্রতিনিধি ফাতেমা তু ছোগরা। এছাড়াও এ আলোচনা সভায় জেলা যুব ফোরামের সদস্যরা অংশ নেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে নারী ও শিশু বান্ধব নানা বিষয় নিয়ে আলোচনা এবং নারী শিশু সহিংসতা প্রতিরোধ সহ নারীদের আর্থিক উন্নয়নের নানা বিষয় সম্পর্কে পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর