December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 11th, 2024, 8:02 pm

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর লাশ ফেরত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে জয়ন্তর লাশ তার পরিবারের কাছে তুলে দেয় বিজিবি। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে নিহত জয়ন্তর লাশ স্থানীয় ভান্ডারদহ বামনসভা শ্মশান ঘাটে দাহ কার্য সম্পন্ন করে।

জয়ন্তর লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত, তার বাবাসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় জয়ন্ত। আহত হয় জয়ন্তর বাবা মহাদেবসহ দুইজন। আহত দুইজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

——ইউএনবি