অনলাইন ডেস্ক :
কপালে রক্তের দাগ, চোখে মুখে ভয়ের ছাপ! এমনই এক লুকে সামনে এসে দর্শককে অবাক করে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন চলচ্চিত্র ‘ডক্টর বক্সী’তে নায়িকাকে প্রথম ঝলক দেখেই খানিকটা চমকে গেছেন ভক্তরা। সঙ্গে আবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুভশ্রী-পরমব্রতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্ত অনুরাগীরা। অবশেষেপর্দায় এলেন শুভশ্রী-পরমব্রত। পরতে পরতে রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় মোড়ানো সিনেমাটির প্রচার ঝলকে একদম ভিন্নভাবে দেখা গেছে অভিনেতা বনি সেনগুপ্ত, পরমব্রত এবং শুভশ্রীকে। চিকিৎসা-দুর্নীতির প্রেক্ষাপটে তৈরি সিনেমাটির গল্প। যার প্রথম অংশে দর্শক দেখেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এবার শাশ্বতের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ‘ডক্টর বক্সী’ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বলেন, “বাংলা সিনেমার জগতে এই ধরনের বিষয় নিয়ে খুব কমই কাজ হয়েছে। চিকিৎসা বিভ্রাট এবং নানা রকমের চিকিৎসা-দুর্নীতিকে নিয়েই সিনেমাটি তৈরি করেছি। সবটাই কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। টুকরো টুকরো ঘটনা একই সুতোয় গাঁথতে চেয়েছি। ” ডক্টর বক্সী রূপে শাশ্বতকে বেশ পছন্দ করেছিলেন দর্শক। এই নতুন রূপে পরমব্রতকে দর্শক কিভাবে নেন, এখন সেটাই দেখার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’