January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:50 pm

ডমিঙ্গোর ছুটি আরো দীর্ঘ হচ্ছে

অনলাইন ডেস্ক :

‘‘আমি দুবাই যাব। ‘এ’ দলের সেই সফরে তামিম-মমিনুলের মতো বেশ কয়েকজন টেস্ট ক্রিকেটারও থাকবে, যারা বেশ কিছুদিন ধরেই ম্যাচ খেলছে না। এই সফরটি ওদের নিয়ে কাজ করার দারুণ সুযোগই করে দেবে’’Ñটি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পাওয়ার দিন নিজের পরবর্তী পরিকল্পনা জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে এমনই বলেছিলেন রাসেল ডমিঙ্গো। সেদিন রাতেই ছুটিতে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার আগে প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খেলাও সশরীরে দেখার ইচ্ছার কথা বলে গিয়েছিলেন। এর আগে অক্টোবরের শুরুতে ‘এ’ দলের সংযুক্ত আরব আমিরাত সফর দিয়েই শেষ হওয়ার কথা ছিল তাঁর ছুটি। কিন্তু হুট করেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড দুই দেশের ‘এ’ দলের সিরিজটি এই সময়ে আয়োজনে অপারগতার কথা জানিয়ে দেওয়ায় বাংলাদেশের টেস্ট আর ওয়ানডে দলের হেড কোচের ছুটি এখন আরো দীর্ঘই হওয়ার কথা। যদিও একই সময়ে অন্য কোথাও ‘এ’ দলের সিরিজ আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিসিবি। সংস্থার প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী রোববার সিরিজ পিছিয়ে যাওয়ার কোনো কারণও জানাতে পারলেন না, ‘প্রতিটি বোর্ডেরই ভেতরকার কিছু ব্যাপার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আফগানিস্তান বোর্ড তাদের (হোম) সিরিজ দেশের বাইরে আয়োজন করে। তাদের লজিস্টিক্যাল সাপোর্টের নানা রকম সমস্যা থাকতেই পারে। এটি ঠিক কী কারণে, আমরা তা বলতে পারব না। তবে জানিয়েছে, তারা এই সিরিজটি পরে আয়োজন করতে চায়। ’ পরে কখন, সেটিও অজানা। আপাতত ‘এ’ দলের জন্য নতুন গন্তব্য ঠিক করার চেষ্টা, ‘আমরা চেষ্টা করছি, এই সময়টি যেহেতু খালিই আছে, অন্য কোনো দেশ বা অন্য কারো সঙ্গে একই সময়ে একটি দীর্ঘ পরিসরের সিরিজ খেলা যায় কি না। ’যত দূর জানা গেছে, শ্রীলঙ্কায় গিয়ে তাদের ‘এ’ দলের বিপক্ষে খেলার চেষ্টা চালাচ্ছে বিসিবি। অন্য কোনো দেশের ‘এ’ দলের সঙ্গে যদি সম্ভব না-ও হয়, তখন ভারতের রাজ্য দলের বিপক্ষে হলেও ম্যাচ নেওয়ার ভাবনা আছে সংস্থাটির। এই সময়ে ‘এ’ দলকে ব্যস্ত রাখার কারণও বোধগম্য। একেই দীর্ঘ বিরতির পর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে মাঠে ফিরেছে দলটি, তার ওপর ঢালাও টেস্ট ব্যর্থতার কারণে আগামী নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে জাতীয় দলের টেস্ট সিরিজের প্রস্তুতি জরুরি। দুবাই কিংবা আবুধাবিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বড় দৈর্ঘ্যরে ম্যাচগুলোকে সেই প্রস্তুতির মঞ্চই ধরা হচ্ছিল।