অনলাইন ডেস্ক :
আবারও ভারতীয় রুপির মান কমায় সর্বকালের সর্বনিম্ন দামে পৌঁছালো এ মুদ্রার মান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে মোট ২৬ বার কমলো ভারতীয় এ মুদ্রার মান।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গত বুধবার বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড। একদিকে, ক্রমাগত ভারতীয় রুপির দাম কমছে। অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন ডলারের দাম। ডলারের এমন মূল্যবৃদ্ধির নেপথ্যের কারণ খুঁজতে এরইমধ্যে ভারতের আর্থিক মহলে শুরু হয়েছে বিচার-বিশ্লেষণ। চলতি বছরের শুরু থেকেই মূল্যস্ফীতির জন্য সমস্যায় রয়েছে ভারতীয়রা। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, রুপির এই দরপতনের নেপথ্যে ইউক্রেন যুদ্ধ ছাড়াও একাধিক বাহ্যিক কারণ থাকতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের অভাবও আছে বলে মনে করছেন তারা। ভারতে চলমান মূল্যস্ফীতির কারণে দেশটির সামগ্রিক অর্থনীতি, স্টক ও বন্ড বাজার ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে আমদানির তুলনায় বিনিয়োগ কমছে। শুধু ভারত নয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব অর্থনীতির চেহারা বদলে দিয়েছে। বিশ্বজুড়ে রাজনৈতিক সংকটের কারণে প্রায় চার থেকে সাত শতাংশ পতন ঘটেছে মুদ্রার। আর সেটি প্রভাবিত করেছে সামগ্রিক অর্থবাজারকে।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন
আগস্টে প্রবাসীরা পাঠালেন ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২, আহত ১৫০০