দীর্ঘ বিরতির পর ‘ডাইরেক্ট অ্যাটাক’ দিয়ে সিনেমা পাড়ায় আবার পা রাখতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।
জানা গছে, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক হলেও শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অবশেষে আগামী ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে দিনক্ষণ পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত।
তিনি আরও বলেন, আড়ালে থাকা পপিকে নিয়েই সিনেমার প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর আমার কোনো যোগাযোগ নেই।
পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির। যোগাযোগ নেই চলচ্চিত্রের কারো সঙ্গেই। বরং অসমাপ্ত কিছু সিনেমার কাজ শেষ করা এবং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তা সময়সাপেক্ষ। বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি। তবে শুটিং শেষে পুরোপুরি আড়ালে চলে যান তিনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি : মেলোনি
বাটা’র বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন
নতুন পরিচয়ে ফারিণ