October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 7:41 pm

ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি জাতি আগামীতেও দেখবে: জামায়াত আমির

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ ও নারীরা ক্রমেই ইসলামী মূল্যবোধের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ নির্বাচনী এলাকার এক সমাবেশে তিনি বলেন,

“আমরা অভিভূত হয়ে লক্ষ্য করছি—দুটি শ্রেণি ইসলামকে দারুণভাবে ধারণ করছে। একটি হলো আমাদের যুবসমাজ, আরেকটি হলো মায়েদের সমাজ। এখন পর্যন্ত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (ঢাকসু, জাকসু ও চাকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে, এবং সব জায়গায় একই চিত্র—মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর, তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সেটিই ঘটছে। ইনশাআল্লাহ, এর প্রতিচ্ছবি আগামীতে পুরো জাতি দেখতে পাবে।”

দেশের সামাজিক সম্প্রীতি ও নাগরিক মর্যাদার প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন,

“ইমান ও ধর্মবিশ্বাসের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের নয়। আমরা এই রাষ্ট্রের প্রতিটি মানুষকে সম্মান করব—তারা কোন ধর্মের, কোন দলের, কী ভাষায় কথা বলে বা কোথায় বাস করে—তা কোনো বিষয় নয়। তারা এই দেশের নাগরিক, সেই পরিচয়েই তারা আমাদের ভাই-বোন।”

অর্থনীতি ও শাসনব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন,

“বর্তমান অর্থনীতি ভাঙাচোরা ও দুর্নীতিতে জর্জরিত। দুর্নীতিগ্রস্তদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। সেই ব্যক্তি আমাদের দলেরও হতে পারে, আবার নাও হতে পারে। মুসলমান হতে পারে, কিংবা অন্য ধর্মেরও হতে পারে—যোগ্যতা ও সততার ভিত্তিতেই আমরা দায়িত্ব অর্পণ করতে চাই। এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চাই আমরা।

এনএনবাংলা/