September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 8th, 2025, 7:58 pm

ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ

 

ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন।

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের একাধিক প্রার্থীর আইডি ডিজেবলের অভিযোগ জানিয়েছেন।

দুপুরে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, আমরা সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, সেগুলো সত্যি হচ্ছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে আবেদন করে আইডি উদ্ধার করেছি। তার ৫৭ মিনিট পর আবারও আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, বেলা ১১টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও আমি প্রবেশ করতে পারছি না। তানভীর আল হাদী মায়েদের আইডি ভেরিফাইড না, সেটিও ডিজেবল করে দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী পরাজয়ের আশঙ্কা থেকে ভয়ে শঙ্কিত হয়ে তারা সাইবার অ্যাটাক করছে।

দুপুর ১২টা ৫৪ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলো ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরেই লগ-আউট হয়ে যাচ্ছে।

এনএনবাংলা/