ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকল ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব। ৪টার মধ্যে ভোটকেন্দ্রের আঙিনায় ভোটার লাইনে দাঁড়ানো সকল ভোটার ভোট দিতে সক্ষম হবেন।
কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ক্ষেত্রে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তিনটি হলের ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হলের ভোট কার্জন হলের পরীক্ষা কেন্দ্রে হবে।
এ ছাড়া অমর একুশে হলের শিক্ষার্থীরা কার্জন হলের ভোট কার্জন হলের দ্বিতীয় তলার গ্যালারিতে অনুষ্ঠিত হবে। শারীরিক শিক্ষা কেন্দ্রের ইনডোর গেমস রুমে জগন্নাথ হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্ররা ভোট দেবেন।
একইসঙ্গে এই কেন্দ্রের ইনস্ট্রুমেন্টস রুমে ভোট দেবেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। আর ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়া ও গেমস রুমে কেবল রোকেয়া হলের ছাত্রীদের ভোট দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পদ্মা ও মেঘনা গেমস রুমে ভোট দেবেন বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল এবং শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুমে ভোট দেবেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।
সিনেট ভবনের সেমিনার রুমে স্যার এ এফ রহমান হল, অ্যালামনাই ফ্লোরে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ডাইনিং রুমে বিজয় একাত্তর হলের ছাত্ররা ভোট দেবেন।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশের দ্বিতীয় তলায় ২০৩, ২০৪ ও ২০৫ নম্বর রুমে মাস্টার দা সূর্যসেন হল, নিচতলা সেমিনার কক্ষে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের ছাত্ররা ভোট দেবেন।
কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ, শামসুন নাহার হলের ছাত্রীরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে পারবেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
৫ বছর পর দেশে ফিরলেন নায়িকা শাবানা
ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ
বেরোবি শিক্ষার্থী দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ